রোর্ডের নাম, পীর ফয়েজ উল্যা রোর্ড,দক্ষিন কেরোয়া, ২নং ওয়ার্ড,৬নং কেরোয়া
রায়পুর উপজেলা হতে, পূর্ব দিকে থানার সামনে থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। উক্ত স্থানে টেম্পু সিএসজি, রিক্সা যোগে যাওয়া যায়।
0
উক্ত স্থানে যেতে হলে রায়পুর উপজেলা হতে পূর্ব দিকে থানার সামনে থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। উক্ত স্থানে যেতে হলে রিক্সা, সিএনজি করে যাওয়া যায়। তাছাড়া অন্য পথ দিয়ে যাওযা যায় সেটা হলো রায়পুর পানপাড়া রোড়ে এসে জোড়পোল থেকে মোল্লার হাট হয়ে পীর বাড়ীর মাজারে যাওয়া যায়। বিভিন্ন স্থানের লোকজন বিভিন্ন সময় এই মাজারের দেখতে ও জিয়ারত করতে আসে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস