Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পীর বাড়ীর মাজার
বিস্তারিত

(কুল্লু নামসীন যায়েকাতুল মাওউত)

প্রত্যেক মানষেরই মৃত্যুর স্বাধ গ্রাহন করতে হবে

 

(ইন্না আউলিয়া আল্লাহে লা-ইয়ামুতু)

 

পীর ফজলুল্লাহ (বুড়া হযরত) রহ: এর সংক্ষিপ্ত পরিচিতি পীরে কামেল, কুতুবে জামান হাদীয়ে বাঙ্গাল শামছুল আরেফিন, মুবাল্লীগে জামান মরহুম

পীর ফজলুল্লাহ্ (বুড়া হযরত) রহ:

প্রায়১৯২৯/১৯৩০ইং সালে বৃহত্তর নোয়াখালী জেলার বামনী এলাকায় জন্মগ্রহন করেন। তাঁর দাদার পিতা (বড় বাবা) হযরত মাওলানা আজিমউদ্দিন বাগদাদী (রহ:)মুগুল আমলে বাগদাদ থেকে প্রথম ভারতবর্ষে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন। পরবতীতে তাঁর পুত্র সুফী নুর মোহাম্মদ নোয়াখালী বামনী এলাকায় স্থায়ী নিবাস গড়ে তুলেন। পারবর্তীতে ১৭৭৫/৭৬ ইং সনে মরহুম বুড়া হযরত (রহ:) ইসলাম প্রচার ও সামাজ সংস্কারের উদ্দেশ্যে বামনী হতে বর্তমান রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে স্থায়ী নিবাস গড়ে তুলেন। তাঁর পিতা মরহুম হযরত মাওলানা সুফী নুর মোহাম্মদ (রহ:) তৎকালে পূর্ব বাংলার শাসক কর্তৃক জমিদারী প্রাপ্তহয়ে ভূঁইয়া নামে খ্যাত হন। মরহুম বুড়া হযরত এর পিতা সুফী নুর মোহাম্মদ(রহ:) এর নিকট কোরাআন, হাদীস, ফিকহ্,আরবী, ফারসী সহ সকল দ্বীনি শিক্ষা লাভ করেন। পরবতীতে স্বীয় পীর মোরশেদ মাওলানা ইমামুদ্দিন (রহ:) এর নিকট শরীয়তের শিক্ষা ও খেলাফত লাভ করেন। তিনি ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে রায়পুর বড় মসজিদ, রায়পুর আলীয়া মাদ্রাসা, হাজীগঞ্জ জামে মসজিদ সহ নোয়াখালী,ফেনী,কুমিল্লা,চাঁদপুর,হাজীগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর,রামগতি এলাকায় ছোট-বড় তিন শতাধিক মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ১১৩ বছর ইসলাম প্রচার ও দ্বীনের খেদমত করে এই মহান সেবক অলী যুগের শ্রেষ্ঠ অলী ১৮৮৯ ইং সনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইতে রাজেউন)