Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যাবস্থা ৬নং কেরোয়া ইউনিয়ন

আমাদের কেরোয়া ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। এখানে যাতায়াতের জন্য, রিক্সা, সিএজি, অটোরিক্সা, সাইকেল, মটর সাইকেল, যাতায়াতের জন্যা পাওয়া যায়।

রায়পুর উপজেলা হতে৬নং কেরোয়া  ইউনিয়ন পরিষদের দুরত্ব ৫.১৫কি:মি:

কাঁচা রান্তা গুলো চলাচলের উপযোগী তবে রাস্তা গুলো পাকা করনের প্রকল্প ইতি মধ্যে হাতে নে্ওয়া হয়েছে। বর্তমান চেয়ারম্যান এই ব্যপারে অন্ত্যন্ত সচেষ্ট এবং  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের পুল,কালভাট,ব্রিজ সংস্কার এবং নতুন ভাবে নির্মান করা হয়েছে।

 

 উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স/রায়পুর বাস ষ্টান্ড ও টেম্পু ষ্টান থেকে ইজিবাইক কিংবা সিএনজি যোগে নয়ার হাটে বর্তমানে আমাদের নতুন পরিষদ ও বাজারে আসা যায়।

 

উপজেলা হতে ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা:

উপজেলা থেকে ৬নং কেরোয়া ইউনিয়নের দুুরুত্ব ৩ কিলো মিটার,ইউনিয়ন পরিষদের দুরত্ব ৫.১৫কি:মি:

 

সিএনজি ভাড়ার হার 20 টাকা(জন প্রতি)

 

 ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য:

 

নয়ার হাট থেকে পানপাড়া,সিএনিজি ভাড়া-2০/রিক্সা ভাড়া ৪০টাকা(জনপ্রতি)

দক্ষিন কেরোয়া মোল্লার হাট থেকে রায়পুর, সিএনিজি ভাড়া-20/রিক্সা ভাড়া ৫০টাকা(জনপ্রতি)

মীরগঞ্জ বাজার থেকে রায়পুর,সিএনিজি ভাড়া-8০/রিক্সা ভাড়া ৭০টাকা(জনপ্রতি)