মাদ্ রাসা-ই ইশা আতুল উলুম লুধুয়া সংক্ষিপ্ত পরিচিতি
মাদ্রাসা ই ইশা আতুল উলুম লুধুয়া দেশের একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান।
যুগ শেষ্ঠবুযুর্গ আমীরে শরিয়ত হযরত হাফেজ্জী হুজুর (রহ:) জীবনের শেষ লগ্নে ১৯ তার জন্ম ভূমি লুধুয়ায় কায়েম করা এ প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ এখন একটি দাওয়া হাদীস মাদ্রাসায়ে পরিনত হয়েছে।
ইহা একটি খালেছে দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ব বখ্যাত ইসলামী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের ক্বারী কুলামে পরিচিত। উক্ত মাদ্রাসায় ৪০জন সুদক্ষ উস্তাদ আট শতাদিক ছাত্র অধ্যায়ন রয়েছে। গরীব ও এয়াতীম যোগ্য ছাত্রদের লিল্লাহ বোডিং সহ প্রয়োজনীয় খরচাদী মাদ্রাসা বহন করে থকে।
আল্লাহ বোডিং সহ প্রয়োজনীয় খরচাদী মাদ্রাসা বহন করে থাকে।
আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন দুনিয়া ও আখেরাতের কামিয়াবীর লক্ষ্যে বিশুদ্ধ দ্বীন আলীম তাযকীয়া ও দাওয়াত ইল্লাহর মাধ্যমে খাটি ইসলামী সমাজ গঠন ও সুনাগরিক তৈরী করাই এর মূল উদ্দেশ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস