Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কেরোয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
বিস্তারিত

৬নং কেরোয়া ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (UISC)

জনগনের দোরগোড়ায় সেবা।

উদ্যোক্তা- রনজিৎ মজুমদার

উপজেলা:রায়পুর, জেলা: লক্ষ্মীপুর

 

 

সেবা কেন্দ্রঃ-

লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলা পূর্বেঅবস্থিত ৬নং কেরোয়া ইউনিয়নপরিষদ । মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ারজন্য সকল শ্রেনীর মানুষের দোড়গোঢ়ায় বিভিন্ন সেবাপৌছে দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নেরডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে  সেবার দরজা খুলে ৭নং বশিকপুর ইউনিয়নপরিষদকমপ্লেক্স ভবনে সম্পূর্ণ নতুন আঙ্গিকে মনোরম পরিবেশে  ইউআইএসসি  কেন্দ্রটি  অবস্থিত।

 

সরকারি সেবাসমূহ :

বিভিন্নসরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়েভর্তি, ইংরেজী ওবাংলা অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, জমির যে কোন -আর.এস,এস.এ,সি.এস পর্চাতোলা ও নাগরিক সনদপ্রভৃতি।

 

জীবন জীবিকা ভিত্তিক তথ্য:

কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ইমেল (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসি সমূহেজাতীয় ই-তথ্যকোষের অফলাইন  (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগনা থাকলেও যে কোন সেবা দেওয়া সম্ভব হয়।

 

বানিজ্যিক সেবা:

মোবাইলব্যাংকিং(ডাচ বাংলা ব্যাংক), কম্পিউটার প্রশিক্ষণ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ওট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতেকনফারেন্সিং,  ফোন কল করাপ্রভৃতি।