৬নং কেরোয়া ইউনিয়নে এই খালটি ডাকতিয়া নদীর একটি শাখা এর বর্তমান নাম ঠাকুর রানীর থাল নামে পরিচিত। এই থালে প্রচুর পরিমানে মাছ পাওয়া যায়। এই খালের পানি কৃষকরা বেশি ব্যবহার করে। এই চাড়া আরো অনেক খাল রয়েছে এই ইউনিয়নে। আরো অনেক দিঘী রয়েছে এই গ্রামে। কেরোয়া ইউনিয়নে কোন নদী নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস