ঘূর্ণিঝড় “কোমেন”আছড়ে পড়ার আশঙ্কায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উপকূলীয় এলাকায়৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কতা হিসাবে উপজেলা জুড়ে মাইকিং করা হচ্ছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপকূলীয় ও চর এলাকায় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আলম জানান ঘূর্ণিঝড় “কোমেন” যাতে রায়পুর উপজেলায় বেশি ক্ষতি করতেনা পারে তার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। রায়পুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কন্টোল রুম খোলা হয়েছে ।
যে কোন সেবা অথবা যোগোযোগের জন্য কন্টোল রুমের নাম্বার:
১।(উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর) ০১৭১৭৫৮৬২৭৪ ও ০১৭৮৮৫৭৭৭১১
২।(প্রকল্প বাস্তবায়ন অফিস, রায়পুর) ০১৮৩২৬১৬২৮৯ (মোঃ হাশেম, অফিস সহকারী)
এ ছাড়া নদী তীরবর্তী লোকজনকে নিরাপদ আশ্রয় ও আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া হচ্ছে। যে কোনও সমস্যা হলে এই নম্বরগুলোতে ফোন করে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস