Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

পীর ফজলুল্লাহ্ (বুড়া হযরত) রহ:

প্রায়১৯২৯/১৯৩০ইং সালে বৃহত্তর নোয়াখালী জেলার বামনী এলাকায় জন্মগ্রহন করেন। তাঁর দাদার পিতা (বড় বাবা) হযরত মাওলানা আজিমউদ্দিন বাগদাদী (রহ:)মুগুল আমলে বাগদাদ থেকে প্রথম ভারতবর্ষে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমন করেন। পরবতীতে তাঁর পুত্র সুফী নুর মোহাম্মদ নোয়াখালী বামনী এলাকায় স্থায়ী নিবাস গড়ে তুলেন। পারবর্তীতে ১৭৭৫/৭৬ ইং সনে মরহুম বুড়া হযরত (রহ:) ইসলাম প্রচার ও সামাজ সংস্কারের উদ্দেশ্যে বামনী হতে বর্তমান রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে স্থায়ী নিবাস গড়ে তুলেন। তাঁর পিতা মরহুম হযরত মাওলানা সুফী নুর মোহাম্মদ (রহ:) তৎকালে পূর্ব বাংলার শাসক কর্তৃক জমিদারী প্রাপ্তহয়ে ভূঁইয়া নামে খ্যাত হন। মরহুম বুড়া হযরত এর পিতা সুফী নুর মোহাম্মদ(রহ:) এর নিকট কোরাআন, হাদীস, ফিকহ্,আরবী, ফারসী সহ সকল দ্বীনি শিক্ষা লাভ করেন। পরবতীতে স্বীয় পীর মোরশেদ মাওলানা ইমামুদ্দিন (রহ:) এর নিকট শরীয়তের শিক্ষা ও খেলাফত লাভ করেন। তিনি ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে রায়পুর বড় মসজিদ, রায়পুর আলীয়া মাদ্রাসা, হাজীগঞ্জ জামে মসজিদ সহ নোয়াখালী,ফেনী,কুমিল্লা,চাঁদপুর,হাজীগঞ্জ, লক্ষ্মীপুর, রায়পুর,রামগতি এলাকায় ছোট-বড় তিন শতাধিক মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ১১৩ বছর ইসলাম প্রচার ও দ্বীনের খেদমত করে এই মহান সেবক অলী যুগের শ্রেষ্ঠ অলী ১৮৮৯ ইং সনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইতে রাজেউন)

 

*মুক্তযুদ্ধা:

মরহুম ইত্তেহাদী সাহেব

গ্রাম:দক্ষিন কেরোয়া,ওয়াড নং-০২

উপজেলা:রায়পুর,জেলা:লক্ষ্মীপুর।

*নাম: শাহ্ জাহান কামাল, চেয়ারম্যান ৬নং কেরোয়া

ফোনঃ০১৭১৮৪৫৭২৪২

 

 

গ্রামঃ লুধুয়া(মোল্লা বাড়ী)

পোঃ ভূঁইয়াবাড়ী, উপজেলাঃ রায়পুর, জেলাঃ লক্ষ্মীপুর।

হোল্ডিং নাম্বারঃ ০১, ০৪নং ওয়ার্ড