Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কেরোয়া ইউনিয়ন

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে রায়পুর উপজেলার মধ্যে ৬নং কেরোয়া ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

 

*বৃহত্তর নোয়াখালী জেলায়, বর্তমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলাধীন, রায়পুর পৌরসভার পূর্ব দিকে ৬নং কেরোয়া ইউনিয়ন টি অবস্থিত। এর উত্তরে ফরিদগঞ্জ উপজেলা, উত্তর ও পূর্ব দিকে রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর, ৬নং লামচর ইউনিয়ন।দক্ষিনে ৭নং বামনী ইউনিয়ন। একসময় ডাকতিয়া নদীবেষ্টিত ছিল এই ইউনিয়ন।পরে উক্ত নদীতে চর সৃষ্টি হয়ে অত্র ইউনিয়নের আভির্ভাব হয়।কালক্রমে বৃটিশ আমলে প্রখাত জমিদার বাড়ী রায়পুর সরকারী ডিগ্রি কলেজ সংলগ্ন মিয়ার বাড়িতে কেরোয়া ইউনিয়ন বোর্ড অফিস হিসাবে প্রতিষ্টিত হয়।

      *এর মধ্যেশিক্ষারহার 8০%। পেশা গতভাবে কৃষিজীবি৬০%, ব্যবসায়ী৪০% , চাকুরিজীবি৩০%, মৎস্যজীবি০৫%

          অন্যান্য পেশাজীবি ২০%। মোটজন সংখ্যার ৫০% দারিদ্রসীমার নীচে বসবাস করে।

 

ক)নাম- ৬নং কেরোয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ।

খ)আয়তন- ৪১০৪০ বর্গ কি:মি:

গ)লোকসংখ্যা: ৪৫৬০০ জন

ঘ)গ্রামের সংখ্যা: ০৪টি, পরিবারের সংখ্যা-৬৭৯৯

ঙ)মৌজার সংখ্যা: ০৪টি

চ)হাট/বাজারের সংখ্যা- ৪টি

ছ)উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- সিএনজি, ইজি বাইকের মাধ্যমে

জ)শিক্ষার হার: ৬০%(২০১১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৪টি

ঞ)বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ২টি

ট)উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ২টি নিম্ন মাধ্যমিক- ০২টি(জুনিয়র স্কুল ১০টি)

ঠ) মাদ্রাসা- ০৫টি

ড)মহিলা মাদ্রাসা- ১টি

ঢ)দায়িত্বরত চেয়ারম্যান- জনাব শাহ জাহান কামাল

ন)গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান- ২টি

ত)ঐতিহাসিক পর্যটন স্থান- ১টি

থ)ইউপি ভবন স্থাপিত কাল: সাল ১৯৫০ইং

দ)নবগঠিত পরিষদের বিবরণ: পূর্ব কেরোয়া নয়ার হাটে অবস্থিত

ধ)গ্রাম সমূহের নাম

 ১. দক্ষিন কেরোয়া,

 ২.পূর্ব কেরোয়া,

 ৩,উত্তর কেরোয়া,

 ৪.মধ্য কেরোয়া,

 ৫,লুধুয়া,

 ৬.এনায়েত পুর।

 ৭, লামচরী।

ইউনিয়ন পরিষদের জনবল

 নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

 ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

ইউনিয়ন অফিস সহকারী কাম আদায়কারী : ০১জন।

ইউনিয় গ্রাম পুলিশ   : ০৮ জন।

ইউনিয়ন নাইট গার্ড : ০৫ জন।